Find quick answers to commonly asked questions on our FAQ page. From inquiries about our services to details on how to get started.
আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো ক্যাম্পেইন পছন্দ করে সেখান থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অনুদান দিতে পারেন। প্রতিটি ক্যাম্পেইনের পেইজে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে।
আমরা প্রতিটি ক্যাম্পেইনের জন্য নিয়মিত আপডেট, ছবি এবং রিপোর্ট প্রকাশ করি। এছাড়া অনুদান প্রদানের পর আপনি একটি রসিদ এবং রিপোর্ট লিংক ইমেইল বা এসএমএসের মাধ্যমে পাবেন।
বর্তমানে আমরা কর ছাড়যোগ্য প্রতিষ্ঠানে রেজিস্ট্রার্ড না। তবে আমরা এর জন্য কাজ করছি এবং রেজিস্ট্রেশনের পর তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
আমাদের হোমপেইজ এবং "জরুরি ক্যাম্পেইন" সেকশনে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং চলমান ক্যাম্পেইনগুলো হাইলাইট করা হয়। আপনি সেখান থেকে সরাসরি সহযোগিতা করতে পারেন।
আমরা একটি স্বচ্ছ ও নিবন্ধিত সেবামূলক সংস্থা। আমাদের প্রতিটি ক্যাম্পেইনের ছবি, রিপোর্ট, প্রাপ্ত অনুদানের পরিমাণ ও ব্যয়ের বিবরণ প্রকাশ করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেইজ, রিভিউ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন।
আমরা SSL সিকিউরড পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি, যা আপনার ব্যক্তিগত তথ্য এবং লেনদেনকে নিরাপদ রাখে। আমরা আপনার তথ্য কখনোই তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করি না।
আপনি আমাদের যোগাযোগ পেইজ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন অথবা সরাসরি হেল্পলাইন নম্বরে কল করতে পারেন:
📞 ০১XXXXXXXXX
হ্যাঁ, আপনি নির্দিষ্ট ক্যাম্পেইন সিলেক্ট করে অনুদান দিতে পারেন। আপনি চাইলে মন্তব্যে উল্লেখ করতেও পারেন যে অনুদানটি কোন কাজে ব্যয় হোক।
অনুদান সম্পন্ন হলে সাথে সাথেই আপনার ইমেইলে একটি স্বয়ংক্রিয় রসিদ পাঠানো হবে। যদি না পান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ম্যানুয়ালি পাঠিয়ে দেবো।
Join our passionate community of volunteers through our dedicated volunteers.
Explore the individuals and organizations who have gone above and beyond to support our cause.
No data found